গাইসাড়া শরিফের গদ্দিনশীন সৈয়দ নুরুল হোসেন বোখারীর জানাজার নমাজে লক্ষ ভক্তের ভীড়।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- তিনি একজন সাধারণ মানুষ ছিলেন না। তিনি হচ্ছেন আওলাদে রসুল। সৈয়দ ঘরানার এক সদস্য। একজন প্রবীণ, অভীজ্ঞ, বিচক্ষণ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। উনি হচ্ছেন বীরভূম জেলার সিউড়ি বিধানসভার চন্দ্রপুর থানার গাইসাড়া শরিফের গদ্দিনশীন হজরত সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারী। গত ১৮ জুন সকাল ১১ টা নাগাদ দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক কথায় লক্ষ লক্ষ ভক্ত তথা মুরিদদের কাঁদিয়ে চলে গেলেন। তাঁর গাইসাড়া শরিফের ফুটবল গ্রাউণ্ডে আজকে জানাজার নমাজে এক লক্ষেরও বেশী মুরিদ এসেছিলেন। শুধু বীরভূম জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা, ভিন রাজ্য ও বিদেশ থেকেও মুরিদরা এসেছিলেন শুধুমাত্র হজরত সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারী সাহেবকে এক ঝলক দেখার জন্য। আজ জানাজার নমাজে উপস্থিত ছিলেন হজরত সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারীর পুত্র সৈয়দ সাইফুল হোসেন বোখারী, খানকাহে নঈমীয়ার হজরত সৈয়দ হাফিজ ও ক্বারী আলহাজ বখতিয়ার উদ্দিন নঈমী, খানকাহে তেগিয়ার হজরত সৈয়দ জিয়াউল হাসান হাসমি সহ আলিম উলেমারা। এদিন জানাজার নমাজ পাঠ করেন হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারী। তারপর বোখারী খানকাহ শরিফে হজরত সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারীকে কবরস্থ করা হল। এদিন এলাকার ও বহিরাগত মানুষদের সুবিধার্থে বীরভূম জেলা পুলিশ ও চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারী জানান, সকলে মিলে আমার আব্বুজানের জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *