করোনার আক্রমণে বিধায়ক।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আবারও করোনার আক্রমণে সংক্রমিত ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস।তিনি হোম আইসোলেসনে রয়েছেন।সোমবার গভীর রাতে তিনি তাঁর নিজের ফেসবুকে একটি পোষ্ট করে এমনটাই জানিয়েছে।
বিধায়ক তাঁর ফেসবুক পোষ্টে জানিয়েছে ‘আবার করোনায় আক্রান্ত হলাম। দয়া করে ভীড়পূর্ণ জায়গায় দুরত্ব বজায় রাখবেন।মাস্ক ব্যবহার করুন। পরিস্থিতি খারাপ জায়গায় চলে যাচ্ছে। সকলে সাবধানে থাকুন,প্রয়োজনে ফোন করবেন।’


করোনা যে আবারও থাবা বসাতে শুরু করেছে ক্যানিং মহকুমা এলাকায় তা একপ্রকার প্রায় নিশ্চিত।বিধায়কের কথায় সময় থাকতে পরিস্থিতি সামাল দেওয়া না গেলে,আবারও মারাত্মক ভাবে করোনা তার দৌরাত্ম্য শুরু করবে। সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন বিধায়ক পরেশরাম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *