আবদুল হাই, বাঁকুড়াঃ পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে নয়, বিষ্ণুপুরের কাদাকলি গ্রামের বাসিন্দা মেঘা গোস্বামী তার ২৫ তম জন্মদিন টি পালন করলেন মল্লভূম প্রয়াসের হাত ধরে বিষ্ণুপুরের এক পিছিয়ে পরা গ্রামের বিদ্যাছায়ায় কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের মাঝে।
আজকের এই বিশেষ দিনে মেঘা গোস্বামী বিদ্যাছায়ায় ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রিক, বইখাতা এবং জন্মদিনের কেক ও মিষ্টি খাইয়ে সবার সাথে তার ২৫ তম জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন। মল্লভূম প্রয়াসের সহযোগিতায় বিদ্যাছায়ায় সবুজ প্রকৃতির মাঝে কচিকাঁচাদের অনাবিল আনন্দে মুখরিত পরিবেশে জন্মদিন পালন করতে পেরে খুশি মেঘা গোস্বামী।
মেঘা গোস্বামী ২৫ তম জন্মদিন পালন করলেন বিদ্যাছায়ায় পিছিয়ে পরা গ্রামের কচি কাঁচা ছাত্র ছাত্রীদের মাঝে।

Leave a Reply