দুঃসময়ে পাশে থাকেনি দল,অনুতাপে দল ছেড়ে তৃণমূলের যোগ বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন জেলা সহ- সভানেত্রী।

আবদুল হাই, বাঁকুড়াঃ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আইনি লড়াই লড়ছেন স্বামী, স্বামীকে জামিনে মুক্তি পাওয়ানোর আশায় বিজেপির জেলা স্তর থেকে ব্লক স্তর সকল নেতৃত্তের দরজায় কড়া নেড়ে লাভের লাভ হয়নি কিছুই। স্থানীয় বিধায়ক চন্দনা বাউরিও মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ। অনুতাপে দলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখালেন বাঁকুড়া জেলা বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সহ-সভানেত্রী তাপসী কর্মকার। চলতি মাসের 12 তারিখ মেজিয়া থানা সংলগ্ন বাউরি পাড়ায় সৌমেন দত্ত নামে এক বছর ত্রিশের যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। এই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায় চাপে বিজেপি নেত্রী তাপসী কর্মকারের স্বামী ভৈরব কর্মকারের বিরুদ্ধে।বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে। আইনি লড়াইয়ের মাধ্যমে স্বামীকে জেল হেফাজত থেকে মুক্তি দেওয়ার আশায় বিজেপির উপর নেতৃত্বের সাথে যোগাযোগ করেও কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ। ক্ষোভে অনুতাপে মেজিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ গোপের হাত ধরে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। যদিও মেজিয়া ব্লক বিজেপি নেতৃত্বের দাবি আইন আইনের মতই চলবে। আইনি বিষয় হস্তক্ষেপ করা বিজেপির কালচার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *