সেচ্ছাসেবী সংগঠন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানি উদ্যোগে মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হবিবপুর ব্লক মূলত কৃষিকাজ উপর নির্ভরশীল তাই, সেচ্ছাসেবী সংগঠন হবিবপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড কোম্পানি উদ্যোগে মালদা জেলা কৃষি দফতরের সহযোগিতায় পাট চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদহের হবিবপুর অন্তর্গত মঙ্গলবার কৃষ্ণনগর সমবায় সমিতির কমিউনিটি হলে ও বুধবার কলাইবাড়ি এলাকায়। উল্লেখ আর কিছুদিন বাদে জমিথেকে পাট কেটে কিভাবে কৃষকেরা লাভের পরিমান বেশি পাবে তা নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শিবির করা হয়। ভালোমতো পাটকে পচন করতে হবে, কিভাবে অল্প সময়ের মধ্যে ঐ পাট থেকে পোচিয়ে অবশিষ্ট পাটের আঁশ বের করতে হবে,যাতে পাট রং উজ্জ্বলতা বৃদ্ধি পায় যাতে করে কৃষকরা বাজারে ভালো দাম পান সেই সব বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়। এদিনের এই আলোচনা সভায় ঐ এলাকার প্রায় ১০০ জন পাট চাষীদের নিয়ে বিভিন্ন রকম আলোচনা যেমন কিভাবে পাট কেটে তাকে কিভাবে পচাতে হবে কিভাবে পাটের উন্নত মান ভাবে পাট বের করতে হবে সেসব বিষয় নিয়ে এই আলোচনা সভা করা হয়।এবং পুকুরে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন -শ্রী সৌমেন্দ্রনাথ দাস ডি ডি এগ্রিকালচার ডিপার্টমেন্ট,
দেবাশীষ বসু আর এন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া মালদা ।
অজয় রানা এ ডি এ হবিবপুর,
নিলিকেশ মৃধা,সহ অন্যান্য আধিকারিকরা,ও ঐ এলাকার বিভিন্ন চাষিরা।

বাইট ঃ- সৌমেন্দ্রনাথ দাস ডি ডি এগ্রিকালচার ডিপার্টমেন্ট মালদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *