বৃদ্ধার মুখের গহ্বর থেকে বেরিয়ে এলো শতাধিক জীবন্ত পোকা।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :-  দাঁতের যন্ত্রণা নিয়ে প্রায় এক মাস যাবৎ যন্ত্রণায় কাৎরাচ্ছিলেন জনৈক এক বৃদ্ধা। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার অন্তর্গত জেলিয়াখালি গ্রামের বছর ষাট উর্দ্ধ সুশীলা সরদার। তার মুখের বামদিকে অসহ্য যন্ত্রণা অনুভব করায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় তার পরিবারের লোকজন।তাতে করে সুস্থ হয়ে ওঠার পরিবর্তে আরো অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা।তার মুখে একটি গহ্বর তৈরী হয়। বেগতিক বুঝে পরিবারের লোকজন শুক্রবার দুপুরে সুশীলা দেবী কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তার পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের চক্ষু চড়ক গাছ।ওই বৃদ্ধার মুখের বাম দিকের গর্তে একাধিক পোকা কিলবিল করতে দেখেন। এরপর ওই বৃদ্ধার মুখের গহ্বর থেকে একে একে প্রায় শতাধিক জীবন্ত পোকা বের করেন চিকিৎসকরা।জানা গিয়েছে এক একটি পোকা লম্বায় প্রায় এক থেকে দেড় সেন্টিমিটার।
বর্তমানে ওই বৃদ্ধা সুস্থ বোধ করলেও ভবিষ্যতে বড় রোগে আক্রান্ত হতে পারেন।আর সেই কারণে কোন প্রকার ঝুঁকি না নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধা কে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।
বৃদ্ধার ছেলে কানু সরদার জানিয়েছে ‘চিকিৎসা চলছিল ঠিকঠাক।ওষুধ ঠিকমতো না খাওয়ায় এমন ঘটনা ঘটেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *