নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রাত্রিকালীন শান্তিপুর দু’নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাইগাছিপাড়া এলাকার একটি গৃহস্ত বাড়ির ঘরের ভেতর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। যদিও ওই বিষধর কালাচ সাপটি ঘরের ভিতরে ঢুকে যাওয়াতে আতঙ্কে ছিল গোটা পরিবার। পরিবারের লোকজন খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ওই পরিবারে গিয়ে বিষধর সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্দি করে অনুপম সাহা। সাপটি উদ্ধার হওয়ার পরে অনুপমা জানান, এখন সাপটিকে বনদপ্তর হাতে তুলে দেবেন তিনি। যদিও ওই গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার রাত্রিকালীন শান্তিপুর দু’নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাইগাছিপাড়া এলাকার একটি গৃহস্ত বাড়ির ঘরের ভেতর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ।

Leave a Reply