বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বেপরোয়া পিকআপভ্যানের ধাক্কায় পথচলতি চারজন সাধারণ মানুষ জখম হলেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার আটমাইল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার পর সাধারণ মানুষের ধাওয়া খেয়ে পিকআপভ্যান ফেলে এলাকা থেকে পালিয়ে যায় চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দ্রুতগতিতে আসা একটি পিকাপ ভ্যান প্রথমে একটি বাঁশ বোঝাই একটি ভ্যানে ধাক্কা মারে । তাতে আহত হয় দুইজন। এরপরে ওই পিকাপভ্যানটি গিয়ে ওই এলাকায় আবার একটি টোটোকে ধাক্কা মারে। তাতে আহত হয় আরো দুইজন। স্থানীয় বাসিন্দারা তাদের চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ চালকের খোঁজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *