২১ জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি, কোচবিহার বৈঠক তৃনমূলের।

মনিরুল হক, কোচবিহারঃ হাতে মাত্র আর কয়েক দিন, তার পরেই একুশে জুলাই। তৃণমূল বরাবরই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে ধর্মতলায়। গত দু’বছর যাবৎ ভার্চুয়ালি এই দিনটি পালন করা হচ্ছে। তবে এবার শহীদ সমাবেশ থেকেই বরাবরের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২১ জুলাইয়ের প্রুস্তুতি নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার শহর পাটাকুড়ায় এলাকায় সাহিত্যসভার হল ঘরে ওই সভা অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, মহিলা জেলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা, আব্দুল জলিল আহমেদ, উমাকান্ত বর্মণ, নিরঞ্জন দত্ত সহ আরও অনেকে।
এদিন এদিন এবিষয়ে কোচবিহার তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, ২১ জুলাই ধর্মসভায় শহীদ তর্পণ যে শহীদ সমাবেশ সভা হয় যার ডাক দেন দেশনেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। আমরা সেই সমাবেশে যাতে কোচবিহার থেকে ১৫ হাজার কর্মী নিয়ে যেতে পারি সেই লক্ষ্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ একটা বৈঠকের আয়োজন করি। সেই সময় ব্লক সভাপতি, সম্পাদক ও জেলা পরিষদের সদস্যদের ডাকি। তারা সকলে উপস্থিত রয়েছে। তাঁদের নিয়ে আগামী ২১ জুলাইয়ে ব্লকে ব্লকে কিভাবে প্রচার করা হবে তা নিয়ে ওই বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *