নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সারা পৃথিবীতেই আজ রবিবার আন্তর্জাতিক মাদক এবং মাদক চোরাচালান বিরোধী দিবস পালিত হচ্ছে। পালিত হচ্ছে এ রাজ্যেও। জেলায় জেলায় দিনটি যথাযোগ্য ভাবেই পালিত হচ্ছে। স্থানীয় থানার উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক মাদক এবং মাদক চোরাচালান বিরোধী দিবস পালন করল নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ। এদিন এক সচেতনতামূলক পদযাত্রা বের করা হলো নবদ্বীপ থানার পক্ষ থেকে। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে নবদ্বীপ থানা প্রাঙ্গণ থেকে শহরের একাধিক জায়গায় এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় নবদ্বীপ থানার পুলিসকর্মী এবং সিভিক ভলান্টিয়াররা অংশ নেন। মানুষ যাতে ড্রাগ জাতীয় সমস্ত রকম পদার্থ থেকে দূরে থাকেন সে বিষয়ে বার্তা দিতেই এই পদযাত্রার আয়োজন।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন নদিয়ার নবদ্বীপ থানার পুলিশের।

Leave a Reply