পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে মেদিনীপুর তৃণমূল দলীয় কার্যালয় থেকে BJP কে উৎখাত করার ডাক দিলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রবিবার জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংগঠনিক জেলার সমস্ত কৃষক ক্ষেতমজুর সেলের সভাপতি দের নিয়ে প্রস্তুতি বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি, তিনি বলেন আগামী ২১ শে জুলাই কলকাতা ধর্মতলা শহীদ দিবস সফল করার লক্ষ্যে প্রত্যেক ব্লক সভাপতির নির্দেশ দেওয়া হয়েছে তারা যাতে ব্লকে ব্লকে প্রস্তুতি বৈঠক করে, পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থা গুলিকে বেসরকারিকরনের বিরুদ্ধে বিজেপি সরকারকে নিশানা করলেন তিনি, তিনি বলেন আগামী দিনে বিজেপিকে উৎখাত না করলে আবার ব্রিটিশ শাসনের মতো অবস্থায় ফিরে যেতে হবে আমাদের, তাই আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত কর্মী-সমর্থকদের বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি।
কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে মেদিনীপুর থেকে BJP কে উৎখাত করার ডাক দিলেন বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

Leave a Reply