ভবানীগঞ্জ বাজারে প্লাস্টিক বন্ধের অভিযানে নেমে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

মনিরুল হক, কোচবিহারঃ কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্লাস্টিক বন্ধের অভিযানে নেমে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ। এদিন সকালে তিনি একটি সচেতনতা প্রচার করতে কোচবিহার শহরের মূল বাজার ভবানীগঞ্জ বাজারের মাছ বাজারে যান আর সেখানেই ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পরতে হয় তাঁকে।
জানা গিয়েছে, এদিন সকালে কোচবিহার পুরসভার ফুড ইন্সপেক্টার বিশ্বজিত দাস, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ সহ পুরসভার বেশ কয়েকজন আধিকারিকদের নিয়ে বাজারে অভিযানে নামেন চেয়ারম্যান। আর সেখানেই বাজারের ব্যবসায়ীরা পুরসভার এই সিদ্ধান্তের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
যদিও পরকালের দুর্ ব্যবহারের কথা উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন নবান্নের নির্দেশ অনুযায়ী প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আজ শুধুমাত্র ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপর প্লাস্টিক ব্যবহার করা হলে ৫০০ টাকা জরিমানা করা হবে। তবে কয়েকজন ব্যবসায়ী উত্তেজিত হয়ে পড়েন।
অপরদিকে বাজারের ব্যবসায়ীরা বলেন, প্লাস্টিক বন্ধ করলে আমাদের কাপড়ের জিনিস সব নষ্ট হয়ে যাবে। কোন কিছুই আর অবশিষ্ট থাকব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *