নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রেলের লেভেল ক্রসিংয়ে গেট পড়ে আছে, তবুও জীবনে ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছেন একশ্রেণীর মানুষ। গেট পড়া অবস্থায় রেললাইন পারাপার হতে গিয়ে এর আগে দুর্ঘটনাও ঘটেছে বহুবার।কিন্তু এখনো হুশ ফিরছে না একশ্রেণীর মানুষের। রানাঘাট চাবিগেটে এমনই দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরায়। সাধারণ মানুষের মত অনুযায়ী যদি fine system চালু করা হয় তবে হয়তো এই ঝুঁকিপূর্ন যাতায়াত থেকে বিরত থাকবে সাধারণ মানুষ।
রেলের লেভেল ক্রসিংয়ে গেট পড়ে আছে, তবুও জীবনে ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছেন একশ্রেণীর মানুষ।

Leave a Reply