উলুবেড়িয়া থেকে হাওড়া গামী যাত্রীবাহী লোকাল ট্রেনের বগি খুলে বিপত্তি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : উলুবেড়িয়া থেকে হাওড়া গামী যাত্রীবাহী লোকাল ট্রেনের বগি খুলে বিপত্তি।
আজ সকালে আবার দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন পরিষেবায় বিপত্তি। সকাল ৮:২৬ মিনিটের যাত্রী বোঝাই উলুবেড়িয়া লোকালের বগি হঠাৎই ট্রেন থেকে খুলে আলাদা যায় আবাদা স্টেশনের কাছে। যদিও এই ঘটনায় কারোর হতাহতের খবর নেই বলেই সূত্রের খবর। এরপর দক্ষিণ পূর্ব শাখার অধিকারিকদের উপস্থিতিতে বগিটিকে আবার জুড়ে কারশেডে নিয়ে যাওয়া হয়। সকাল বেলাতে এই বিপত্তিকে কেন্দ্র করে বেশ কিছুক্ষন রেল পরিষেবাতে সামান্য প্রভাব পড়ে ওই শাখায়। যেহেতু ট্রেনটি মাঝের লাইনে ছিল তাই ব্যাপক দুর্ভোগের হাত থেকে
রক্ষা পায় অফিস যাত্রীরা। পাশাপাশি বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো বলেই মনে করছে নিত্য যাত্রীরা। যদিও দক্ষিণ পূর্ব রেলের তরফে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও অব্দি কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ পূর্ব রেল। তবে পরপর তিনদিন একই স্টেশনে এই ধরণের ঘটনায় উঠে আসছে নিরাপত্তা ও যাত্রী সুরক্ষার প্রশ্ন। গত মঙ্গলবার এই আবাদা স্টেশনেই লাইন চ্যুত হয় একটি পণ্যবাহী ট্রেন। গতকালকে ফের লাইনচ্যুত হয় আরেকটি পণ্যবাহী ট্রেন। আর আজ সকালে বগির কাফলিং খুলে বগি খুলে আসার ঘটনায় যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ পূর্ব রেলের অধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *