নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- দুপুরের আহার সহ ১২ এবং ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কিষান তৃণমূল খেত মজদুর সংগঠনের সভাপতি দুলাল দেব নাথের উদ্যোগে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে এই বিভিন্ন ব্লকের কিষান খেত মজদুর ইউনিয়নের সদস্যদের নিয়ে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ১২ জুলাই তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে এক বিশাল কর্মী সভায় বক্তব্য রাখতে আসছেন, একদিকে ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা পাশাপাশি আগামী ২১ জুলাই কলকাতায় শহীদ দিবসের বিশাল সমাবেশকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যেই এই প্রস্তুতি সভা। এদিনের সভায় বিশেষ ব্যবস্থা করা হয় উপস্থিতিতৃণমূল কিষান খেত মজদুর ইউনিয়নের সদস্য দের জন্য দুপুরের আহারের।
প্রস্তুতি সভা শুরুর আগেই ডিম, সবজি, ডাল, দিয়ে উপস্থিতি প্রতিনিধিরা আহার করেন বলে জানালেন, তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়।
অপরদিকে প্রস্তুতি সভার আগেই দুপুরের আহারের ব্যবস্থাতে বেশ খুশি আফসারুল হক জানান, খুবই ভালো লাগলো এমন ব্যবস্থা দেখে।
Leave a Reply