হুঁশ ফিরছে না মানুষের, সাপে কাটা রোগীকে নিয়ে ওঝার কাছে, অযথা সময় নষ্টের কারণে মৃত্যু হল মন্দিরা মন্ডলের।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাসের আকুই এক নং অঞ্চলে বোনকি গ্রামের পর আবারো সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার,
ঘটনাটি ঘটেছে ইন্দাসের বাগিচাবাঁধ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় বাড়ির ভেতর কাজ করার সময় ডান হাতের আঙ্গুলে বিষধর সাপ কামড়ায় ২২ বছর বয়সী মন্দিরা মন্ডলের। পরিবারের লোকজনের উচিত ছিল সময় নষ্ট না করে সোজা হসপিটালে যাওয়ার কিন্তু তার পরিবর্তে মন্দিরা মন্ডল কে নিয়ে যাওয়া হয় পাশেই এক গুনিনের কাছে, গুনিন যদিও তাকে দেখেই হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং পরিবারের লোকজন সেই মতই মন্দিরা দেবীর অবস্থার অবনতি দেখে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে তবুও চিকিৎসক চেষ্টার কোন ত্রুটি রাখেননি। চিকিৎসকের শত চেষ্টা পরেও প্রাণ হারান মন্দিরা মন্ডল।
ইন্দাসের আকুই একনং অঞ্চলে বোনকি গ্রামের চার বছরের শিশুর সঞ্জয় হাসদা সাপের কামড়ে মৃত্যুর পর, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে যাতে সাপে কামড়ালে প্রথমে ওঝা বা গুনির কাছে নয় তাড়াতাড়ি নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
ইন্দাস ব্লক স্বাস্থ্য অধিকারী সায়ন্তন মন্ডল এলাকার মানুষদের সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন এবং বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকেও বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তারপরও এই ঘটনা ভাবিয়ে তুলছে চিকিৎসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *