৩টি একাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকরা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বহু চেষ্টা করেও হ্যাকারদের আটকানো যাচ্ছে না। প্রতিদিন নতুন নতুন কৌশলে ব্যাঙ্কের গ্রাহকদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছে মোটা টাকা। আজকাল এটিএম থেকে টাকা লুট বা ফোন করে ওটিপি নিয়ে টাকা প্রতারণার ঘটনা প্রায়ই সংবাদের শিরোনামে থাকে। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ঘটল।
ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ টাকা তুলে নিলো প্রতারকরা। এলআইসির একটি এক লক্ষ্য টাকার চেক বন্ধন ব্যাঙ্কে জমা দেওয়ার পর এমন ঘটনাটি ঘটেছে। দুবরাজপুরের বাসিন্দা পেশায় মারুতি গাড়ী চালক তপন গড়াইকে গত ৪ জুলাই প্রতারকরা প্রথমে ফোন করে এবং বলে মোবাইলে একটি এ্যাপ ডাউনলোড করতে হবে। এ্যাপ ইনস্টল করার ঘন্টা খানেকের মধ্যে তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১২ লক্ষ্য টাকা তুলে নেয় প্রতারকরা। এই ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েছেন। দুবরাজপুর থানা এবং সিউড়ি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন দুবরাজপুরের বাসিন্দা তপন গড়াই। তিনি জানান, আমি ২ জুলাই দুবরাজপুরের বন্ধন ব্যাঙ্কে এলআইসির একটি ১ লক্ষ টাকার চেক জমা করেছিলাম। আমাকে ৪ জুলাই ব্যাঙ্কের নাম করে বলে আপনার জমা দেওয়া চেকটি জমা হয়ে গেছে। তাহলে আপনি একটি এপ ডাউনলোড করে নেন। তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। তিনি ঐ এপ ডাউনলোড করার পর তিনটি একাউন্ট থেকে ৫ জুলাই ও ৬ জুলাই মোট ১১ লক্ষ ৮৪ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *