ইংরেজবাজার পৌরসভার উদ্যোগ এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধীদের প্রতিবন্ধী সার্টিফিকেট ও মানবিক ভাতার ফর্ম বিতরণ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ইংরেজবাজার পৌরসভার উদ্যোগ এবং জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী সার্টিফিকেট ও মানবিক ভাতার ফর্ম বিতরণ। শুক্রবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ পৌরসভার আধিকারিক। জানা যায় পৌরসভা এলাকার প্রায় ২১৩ জনকে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা মূলক সার্টিফিকেট ও মানবিক ভাতার ফর্ম তুলে দেওয়া হয়। এবং সকলকে সচেতন করা হয় যাতে আগামী দিনে প্রতিবন্ধী কথা মূলক যারা রয়েছে তারা কিভাবে সরকারি সুযোগ-সুবিধা পাবে তা আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *