জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িতে করোনা উদ্যেগজনক । বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার জানান এই মুহূর্তে করোনাকে একটু বেশি জলপাইগুড়িতে। আগের তুলনায় করানো আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে চারজন রোগী ভর্তি রয়েছে হাসপাতালে। তবে নন অক্সিজেন অবস্থায় এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।
অপরদিকে সম্প্রতি শিলিগুড়ি সহ বেশকিছু এলাকায় নাইরোবি ফ্লাই এর আক্রমণের বেশ কিছু ঘটনা সামনে আসায় চিন্তার ভাজ পরেছে এই জেলার স্বাস্থ্য কর্তাদের কপালেও,
যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার এই প্রসঙ্গে জানান, এখনো পর্যন্ত এই নাইরোবি ফ্লাই বা এসিড পোকার দারা আক্রান্ত হবার কোনো ঘটনা জলপাইগুড়ি জেলায় ঘটেনি, তবে ইতিমধ্যে সমস্ত ব্লক স্বাস্থ্য অধিকারিকদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
বেড়েছে করোনা, ভাবাচ্ছে নাইরোবি ফ্লাই।

Leave a Reply