নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উল্টো রথের পুণ্যলগ্নে দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল রানাঘাট ব্রতী সংঘে। শনিবার এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়,
উপ পুরপ্রধান আনন্দ দে, চেয়ারম্যান ইন কাউন্সিল দুলাল পাত্র। রানাঘাট ব্রতী সংঘের দুর্গা পুজো এ বছর ৭৭ তম বর্ষে পদার্পণ করল। খুঁটি পুজো উপলক্ষে আয়োজিত হয় বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা। সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে সমাপন হয় ব্রতী সংঘের খুঁটি পুজো।
উল্টো রথের পুণ্যলগ্নে দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল রানাঘাট ব্রতী সংঘে।

Leave a Reply