নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিরাচরিত প্রথা মেনে উল্টো রথের দিন শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটার মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজোর শুভ সুচনা হ’ল। এদিন খুঁটি পুজো করে শারদোৎসবের সূচনা করল ফালাকাটার মুক্তিপাড়া সর্বজনীন।ফালাকাটার বিখ্যাত পুজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মুক্তিপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন স্থানীয়দের উপস্থিতিতে খুঁটি পুজো আয়োজিত হয়। জানা গিয়েছে, প্রত্যেক বছরের মত এবছরও থাকছে নয়া চমক।
চিরাচরিত প্রথা মেনে উল্টো রথের দিন শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটার মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজোর শুভ সুচনা হ’ল।

Leave a Reply