নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভ করা হয়। এই কার্যকারনী সভা করা হয় প্রতি বছর কারন আগামী এক বছর বিভিন্ন জেট পি গুলি সংগঠন গুলি কি ভাবে চলবে তানি আলোচনা আজকে হবিবপুর জেট পি চার zp 4 এর কার্যকারনী নিয়ে আলোচনা করা হলো।এছাড়াও রাজ্য সহ জেলা বিজেপি বিভিন্ন কাজ কর্ম নিয়ে আলোচনা করা হয় এদিন। হবিবপুর ZP-4 মণ্ডলের মণ্ডল কার্যকারণী সভা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার দুপুর বেলা হবিবপুর ব্লকের জিতু মঞ্চে, এদিন জেলা ও ব্লক নেতৃত্ব এবং ZP-4 মণ্ডলের সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, নির্বাচিত সদস্য সদস্যা, নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে আজকের এই সভা ,উপস্থিত ছিলেন উজ্জল দত্ত,( জেলা সভাপতি উত্তর মালদা BJP) হবিবপুর ZP- 4 মন্ডলের সভাপতির স্বপন বর্মন, প্রতাপ সিং ,( সাধারণ সম্পাদক উত্তর মালদা BJP) সৌমিত্র রায়, জেনারেল সেক্রেটার, BJP উত্তর মালদা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিপ রায়- (সভাপতি হবিবপুর পঞ্চায়েত সমিতি ) মলিন মন্ডল ( মালদা জেলা পরিষদের সদস্য) সহ বিভিন্ন স্তরের কার্যকর্তা ও নেতৃত্বরা
ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভ করা হয়।

Leave a Reply