পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অমরনাথ বেড়াতে গিয়ে আটকে পড়লেন পূর্ব মেদিনীপুর জেলার আট জন। জানা গেছে তমলুকের চারজন ও মহিষাদলের চারজন এই ব্যক্তি। শনিবার তারা অমরনাথে গিয়ে পৌঁছান তারা। এরপরই তারা জানতে পারেন অমরনাথের বিপর্যয়ের কথা। বর্তমানে তারা জম্মু-কাশ্মীরের একটি হোটেল বন্দী হয়ে রয়েছেন, যদিও অমরনাথের এই ঘটনার কথা জানতে পেরে পরিবারের সদস্যরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন, যদিও ভিডিও বার্তার মাধ্যমে তারা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন তারা।
অমরনাথে গিয়ে আটকে পূর্ব মেদিনীপুরের আট জন, আতঙ্কে পরিবার।

Leave a Reply