আবদুল হাই, বাঁকুড়াঃ মাত্র চার বছর বয়স এখনো গুছিয়ে কথা বলতে শেখেনি এর মধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত নান্দুড় গ্রামের দেবজিৎ ঘোষ । রীতিমতো খুশির হাওয়া পরিবার ও গ্রামের সাধারণ মানুষদের মধ্যে । এত ছোট্ট বয়সে এত বড় প্রতিভা এটা ভাবতেও পারছে না দেবজিৎ এর পরিবারের সদস্যরাও ।
কি করেছিল দেবজিৎ ঘোষ কেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে তার নাম উঠলো । দেব জিৎ ঘোষ যখন বসতে শিখেছে তারপরেই বাবা বিশ্বজিৎ ঘোষ ছেলের জন্মদিনে ছেলেকে তবলা কিনে দেন । তবলায় অত্যন্ত দক্ষতা রয়েছে দেবজিৎ এর । পরিবার সূত্র জানতে পারা যায় , দেবজিৎ ছোট থেকেই হাতের কাছে যা পেতো সেটাই তবলার মত করে বাজাতে শুরু করতো ছেলের এই প্রতিভা নজর কারেনে বাবা-মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের । ছেলেকে একজন শিক্ষকের কাছে তবলা বাজাতে ভর্তি করে দেন এবং শিক্ষক হারাধন মন্ডল তাকে তবলা বাজানোর তালিম দিতে থাকেন । দেখতে দেখতে তবলাতে পারদর্শী হয়ে ওঠে দেবজিৎ । মাত্র চার বছর বয়সে তার এই প্রতিভা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিল । ইতি মধ্যেই তার বাড়িতে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এর তরফে সার্টিফিকেট মেডেল এবং বই এসে পৌঁছেছে । স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া । তবে শুধুমাত্র তবলা নয় নিয়ম করে নিজের পড়াশোনাও করেন দেবজিৎ ।
দেবজিৎ ঘোষ এর বাবা বিশ্বজিৎ ঘোষ বলেন , ছেলের ছোট বয়স থেকেই এই প্রতিভা আমাদের নজরে আসে এবং ছেলেকে জন্মদিনে তবলা কিনে দিই । পরে একজন শিক্ষকের কাছে ছেলে তবলা শিখতে থাকে । এছাড়ও তিনি বলেন এই বয়সে ছেলের এই কৃতিত্ব অত্যন্ত গর্বের আমার কাছে । আগামী দিনে ছেলে যাতে আরো বড় হয়ে উঠতে পারে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আমি ।
Leave a Reply