দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বিগত দু’বছর করোনা অতিমারীর জন্য সব কিছুই বন্ধ হোয়ে গিয়েছিল। উৎসব থেকে শুরু করে খেলাধূলা, ভ্রমণ, কাজকর্ম ইত্যাদি। তাই এ বছর করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় প্রতিবছরের ন্যায় এবছরও বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর মাঝপাড়া যুব গোষ্ঠীর পরিচালনায় দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান। উল্লেখ্য, বর্তমানে যুব সমাজ মোবাইল গেম ও বিভিন্ন নেশায় আশক্ত হয়ে পড়ছে। তাই তাঁদেরকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং শিশু ও কিশোরদের মানসিক চেতনার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ নিয়েছেন ইসলামপুর মাঝপাড়া যুব গোষ্ঠীর সদস্যরা বলে জানান সেখ শরিফ নামে এক সদস্য। তিনি আরও জানান, গতকাল রাত্রে কবাডি খেলা দিয়ে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি। কবাডি খেলা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমরা সেই খেলাকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। পাশাপাশি আজকে ভালুক বস্তা দৌড়, হাঁড়ি ভাঙা, অঙ্ক দৌড়, মাঠে হাঁস ধরা, মিউজিক্যাল চেয়ার, গানের লড়াই সহ আরও বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। আগামীকালও বিভিন্ন খেলা রয়েছে। আজকের খেলা দেখতে কচিকাঁচাদের ভীড় লক্ষ্য করা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *