একুশে জুলাইকে সামনে রেখে আজ রানাঘাট ১৯নম্বর ওয়ার্ডে প্রস্তুতি পথসভা করলো তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাইকে সামনে রেখে আজ রানাঘাট ১৯নম্বর ওয়ার্ডে প্রস্তুতি পথসভা করলো তৃণমূল কংগ্রেস।এদিনের এই পথসভা আয়োজিত হয় রানাঘাট রথতলা বাসস্ট্যান্ডে। অতিমারিরকারণে গত দুবছর একুশে জুলাই শহীদ সমাবেশ হয়নি। তাই জন্য এবারের শহীদ সমাবেশকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে একটু বাড়তি উৎসাহ আছে। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র কুমার ব্রহ্ম, উপ পুরপ্রধান আনন্দ দে,শুভেন্দু চ্যাটার্জী,রঞ্জিত পাল ,বিজন বোস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *