তীব্র দাবদাহে জেরে এবার কোচবিহারের স্কুলে মর্নিং সিফটে ক্লাস চেয়ে স্মারকলিপি অভিভাবকদের।

কোচবিহার, ১৫ জুলাইঃ প্রচণ্ড দাব দাহের জন্য স্কুল ছুটি অথবা সকালে ক্লাস করানোর দাবি তুলে সামাজিক মাধ্যম তোলপাড় করার পাশাপাশি এবার আন্দোলনে নামলেন অভিভাবক অভিভাবিকারা। আজ কোচবিহার সদর গভঃমেন্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দিলেন অভিভাবক অভিভাবিকারা।
তাঁদের দাবি, স্কুল ছুটি না দেওয়া হলেও সকালের দিকে ক্লাস নেওয়া হোক। ওই স্কুলের প্রধান শিক্ষক মলয় কান্তি রায় বলেন, “বেশ কিছু দিন ধরে টানা গরম চলছে। গত দুদিন থেকে সেই গরম মারাত্মক আকার নিয়েছে। ছাত্রদের গরমের মধ্যে কষ্ট হচ্ছে। তাই অনেকেই স্কুল বন্ধ বা মর্নিং স্ফিটে করার দাবি করে আসছিল। আজ অভিভাবকরা আমাকে স্মারকলিপি দিয়ে ওই দাবি জানিয়ে গেল।আমি বিষয়টি জেলা শাসককে জানাবো।তিনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন।”
গত দুদিন ধরে কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র দাবদাহ শুরু হয়েছে। কোচবিহারে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছে। ফলে প্রচণ্ড দাবদাহে বড়দের পক্ষেই রাস্তায় বের হওয়া কষ্টের হয়ে উঠেছে। সেখানে স্কুল কলেজ খোলা থাকায় কচিকাঁচাদের এই গরমের মধ্যেই বের হতে হচ্ছে। এতে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে শুধু তাই নয়, গতকাল দিনহাটায় এই তীব্র দাবদাহের মধ্যে কলেজে পরীক্ষার খাতা জমা দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তৃতীয় বর্ষের এক ছাত্রী। ওই ঘটনার পর অভিভাবক অভিভাবিকাদের মধ্যে আরও বেশী করে উদ্বেগ তৈরি হয়। এরফলে এদিন অনেক স্কুলেই ছাত্রছাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলানায় কম দেখা যায়। অভিভাবক অভিভাবিকরা দাবদাহের তীব্রতা না কমলে তাঁদের ছেলে মেয়েদের স্কুলেই পাঠাতে চাচ্ছেন না। আবার অনেকেই মনে করছেন, মর্নিং সিফটে ক্লাস হলে তবুও কিছুটা রক্ষা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *