সুদীপ সেন, বাঁকুড়া:- শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকার নানাভাবে সচেতনতার কর্মসূচি নিয়েছে।
জেলা পরিষদ, ব্লক, মিউনিসিপ্যালিটি গুলি নানা সচেতনতা মূলক অনুষ্ঠান করছে।
১৫ ই জুলাই বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের শালতোড়া থানার পক্ষ থেকে তিলুড়ী কুলু পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি শিশু সুরক্ষা এবং বাল্য বিবাহ রোধ বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন শালতোড়ার জয়েন্ট বিডিও মিলন মালাকার, শালতোড়া থানার ওসি এম, ডি, আলম ও থানার অন্যান্য আধিকারিক গণ।
এই শিবিরে জয়েন্ট বিডিও মিলন মালাকার এবং ওসি স্যার খুব সুন্দর ভাবে উপস্থিত জনসাধারণের কাছে শিশু সুরক্ষার প্রয়োজনীয়তা এবং বাল্য বিবাহ রোধে আমাদের কিকি করণীয় তা তুলে ধরেন।
এই প্রসঙ্গে বলতে গিয়ে জয়েন্ট বিডিও মিলন মালাকার পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী, রুপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধার কথা উল্লেখ করেন এবং বাল্য বিবাহ রোধে সরকারের উদ্যোগে প্রশংসা করেন।
Leave a Reply