নববধূকে মানতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন, শশুর বাড়ির সামনে দীর্ঘক্ষন ধরে ধর্নায় বসলে নববধূ।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- নববধূকে মানতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন।শশুর বাড়ির সামনে দীর্ঘক্ষন ধরে ধর্নায় বসলে নববধূ। নববধূর অভিযোগ দেড় বছর আগে রেষ্টি ম্যারেজ করে বিবাহ হয় বিবাহ পর থেকেই পড়াশোনার জন্য বাবার বাড়িতে থাকেন তিনি। স্বামীর সাথে তার যোগাযোগ ছিল। আজ স্বামী তাকে তার নিজের বাড়িতে ডাকে ঘর সংসার করার উদ্দেশ্যে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রাধিকা পুর গ্রাম পঞ্চায়েতের গুড গাঁও গ্রামে।নববধূকে ঢুকতে দিলো না শ্বশুর বাড়ির লোকজন নববধূর অভিযোগ ছিল বাড়ির লোকজন তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় যে স্বামীর সাথে সংসার করার স্বপ্ন দেখে শ্বশুর বাড়িতে আসে সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায় কিন্তু বর্তমান পলাতক। সংবাদমাধ্যম ফোনের মারফত স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু স্বামী নাম ওয়াসিম আকরাম ফোন ধরেনি সামনে আসেনি। শ্বশুরবাড়ির স্বামীর কাকা সংবাদমাধ্যমটি জানায় তারা দুজনেই উপযুক্ত বিয়ে করেছে নিজেদের মতে তারা বাইরে গিয়ে ঘর সংসার করুক তাদের আমাদের কোনো সমস্যা নেই কিন্তু তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হবে না এমনি কথা জানায় শ্বশুরবাড়ির লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *