জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার জলপাইগুড়িতে বন দপ্তরের পরিচালনায় রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে পালিত হয় বনোমহোৎসব অনুষ্ঠান।
এই উপলক্ষে তীব্র গরমকে উপেক্ষা করেই স্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজিত একটি শোভাযাত্রায় অংশ নেন, জেলা পরিষদের সভাধিপতি, উত্তরা বর্মন, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিভাগীয় বন আধিকারিক বিকাশ ভি এবং উত্তরবঙ্গ উন্নয়ন নিগমের সদস্য বিজয় চন্দ্র বর্মন, পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, বিধায়ক খগেশ্বর রায়, রাজেন্দ্র জাখাড়া, মুখ্য বনপাল উত্তর মন্ডল প্রমুখেরা ।
রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার এই উপলক্ষে বৃক্ষরোপন সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা করে উদ্বোধন হলো বনোমহোৎসব ২০২২।

Leave a Reply