নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রক্ত দান কর্মসূচী পালিত হলো জলপাইগুড়ি তে।উৎদোগতা পানডা পাড়া স্পতিং এন্ড কালচারাল ক্লাব ।রবিবার তাদের নিজস্ব ভবনে এই মহৎ কাজটি হয়।জলপাইগুড়ি হসপিটাল রক্ত দান শিবির টি পরিচালনা করেন।নারী পুরুষ নিরবি শেষে এখানে রক্ত দেয়।
রক্ত দান কর্মসূচী পালিত হলো জলপাইগুড়ি তে।

Leave a Reply