শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরণ।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজের ১১৮ তম জন্মবার্ষিকী পালন করা হল আজ বৈকালে আশ্রমের নাটমন্দিরে। এদিন উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গোরানন্দ মহারাজ, সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পন্ডিত কালিবাড়ি আশ্রমের সদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে সহ ভূপানন্দ অনুরাগীরা। এদিন উপস্থিত অতিথিগণ স্বামী ভূপানন্দ মহারাজের কর্মজীবন, সন্ন্যাসজীবন সহ বহুমুখী কর্মপরিকল্পনার কথা নিয়ে আলোকপাত করেন। উল্লেখ্য, এদিন স্বামী ভূপানন্দের জন্মদিবস উপলক্ষে ৪০০ জন দুঃস্থ মানুষকে নববস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *