ক্যানিং, নিজস্ব সংবাদদাতা- ভেড়িতে মাছ চুরি করার পরিকল্পনা করেছিল চোরেদের দল। সেই চুরিতে বাধা দিয়েছিলেন সম্রাট রাউৎ নামে এক যুবক। চোরেরা সুযোগ খুঁজছিলো প্রতিশোধ নেওয়ার জন্য।আচমকা সোমবার রাতের অন্ধকারে সম্রাট নামে ওই যুবক কে এক পেয়ে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একদল চোর। এমনটাই অভিযোগ আক্রান্ত যুবকের।ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ঘটনার বিষয়ে বাসন্তী থানা একটি অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাসন্তী ব্লকের সোনাখালি গ্রাম পঞ্চায়েতের হোগল ডুগরী গ্রাম। সেখানেই মাতলা নদী সংলগ্ন এলাকা ২০ বিঘা মাছের ভেড়ি(ফিসারী) রয়েছে তারাপদ রাউত এর।বাবা ও ছেলে প্রতিদিন রাতে আলাঘরে বসে ভেড়ি পাহারা দিতেন। অভিযোগ গত কয়েকদিন আগে সুশীল রাউৎ ও গোপাল রাউৎরা ভেড়িতে মাছ চুরি করার পরিকল্পনা করে। এমনটা জানতে পারে তারাপদ রাউতের ছেলে সম্রাট।সে যাত্রায় চুরির পরিকল্পনা ভেস্তে যায়।অভিযোগ সেই রাগে সোমবার রাতে ধারালো অস্ত্র নিয়ে আলাঘরে চড়াও হয় সুশীল,গোপাল ও সবিতা রাউতরা। সেখানে সম্রাট কে একা পেয়ে বেধড়ক মারধর করে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে দাবী সম্রাটের।
ঘটনার পর আক্রান্ত যুবকের পরিবারের লোকজন বাসন্তী থানায় তিন অভিযুক্তের নামে অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে পারিবারিক বিবাদ না মাছ চুরির ঘটনায় এমন কান্ড ঘটেছে,সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
Leave a Reply