সুভাষ চন্দ্র দাশ,ঝড়খালি – সমগ্র রাজ্য জুড়ে শুরু হয়েছে বনমহোৎসব পালন সপ্তাহ।সেই উদ্যোগে সামিল হয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার উদ্যোগে পালিত হল বনমহোৎসব দিবস।এদিন বনমহোৎসব দিবস উপলক্ষে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ এলাকার বিশিষ্ট মানুষজন বনমোহৎসব অনুষ্ঠান যোগ দেয়।শুরুতেই সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে ব্যানার হাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন ঝড়খালি কোষ্টাল থানার ওসি প্রদীপ কুমার রায়।প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমা করে এই মিছিল।মিছিলে শেষে থানা চত্বরে সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে চছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা হয়।পরে ছাত্রছাত্রী সহ স্থানীয় বনকর্মীরা এবং ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ কর্মীরা এলাকায় শতাধিক বৃক্ষরোপণ করে সবুজ সুন্দরবন গড়ে তোলার ডাক দেয়।
থানার ওসি প্রদীপ কুমার রায় জানিয়েছেন ‘যাতে করে আমাদের আগামী ভবিষ্যত প্রজন্ম পৃথিবীর বুকে সুস্থ ভাবে বাঁচতে পারে তার জন্য প্রশাসনের তরফে আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এলাকায় যত বেশি সম্ভব বেশি সংখ্যক বৃক্ষরোপন করা এবং প্লাস্টিক একে বারেই বর্জন করে দুষণমুক্ত সুন্দরবন গড়ে তোলার কাজ।’
ঝড়খালি পালিত হল বনমহোৎসব

Leave a Reply