মা ক্যান্টিনের বর্ষপূর্তি দুবরাজপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার উদ্যোগে চলা মা ক্যান্টিনের। এই মা ক্যান্টিন শুরু হয়েছিল ঠিক ২০২১ সালের আজকের দিনে। তাই আজ মঙ্গলবার মা ক্যান্টিনের বর্ষপূর্তি উপলক্ষে পরিদর্শনে এলেন পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তাঁর সাথে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, কাউন্সিলার সাগর কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী অরুণ চক্রবর্তী সহ পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ” মা ক্যান্টিন”। রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে এই “মা ক্যান্টিন”। রাজ্য সরকারের সহযোগিতায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় গতবছর থেকে ইন্দিরা গান্ধী মার্কেটের পিছনে পথ চলা শুরু হয়েছে “মা ক্যান্টিনের”। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন সাধারণ মানুষকে ৫ টাকার বিনিময়ে দুপুরের আহার খাওয়ানো হয়। মেনুতে থাকে ভাত, ডাল, সব্জি ও ডিম। তাই আজ বর্ষপূর্তি উপলক্ষে সকলকে মিষ্টি মুখ করানো হয় বলে জানান পৌর প্রধান পীযূষ পাণ্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *