খবরের জেরে খুলে দেওয়া হল ‘লাইন’ নিয়ে লেখা ব্যানার।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ‘লাইন’ শব্দটা ঘুরপাক খাচ্ছে সবার মনে। আসলে লাইন শব্দটা দিয়ে কী বোঝাতে চাইছে বিজ্ঞাপন সংস্থা??? যেমন লাইন মারতে শিখুন, লাইনে ঢুকুন দাদা এই সব জোড়া মানেওয়ালা শব্দের ব্যানার গুলো দেখে মানুষ হতচকিত হয়ে পড়েছেন বীরভূম জেলার দুবরাজপুর শহরজুড়ে। তাই এই খবর আমাদের চ্যানালে সম্প্রচার হওয়ার পরেই নড়েচড়ে বসল পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসন। তাই এই ব্যানার গুলো পুলিসের সামনে পৌরসভার কর্মীরা খুলে দেন। উল্লেখ্য, এই ব্যানার গুলো কে বা কারা টাঙিয়ে গেলেন কেউ উত্তর দিতে পারছেন না। কিন্তু বেশ কয়েকদিন ধরেই রাস্তায় চোখে লাগার মতো লাল রঙের হোর্ডিং। পথ চলতি মানুষদের সহজেই চোখে পড়বে সেই সব দৃষ্টি আকর্ষণীয় করে লেখা। এমনকী কেউ কেউ এসে মোবাইলে ক্যামেরাবন্দী করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *