ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার আনোয়ার হোসেনের প্রশংসায় পঞ্চমুখ আধিকারিকরা।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- করণদিঘী থানার অন্তর্গত বোতলবাড়ি ট্রাফিক পয়েন্টের কর্মরত সিভিক ভলেন্টিয়ার আনোয়ার হোসেনের প্রশংসায় পঞ্চমুখ আধিকারিকরা। কারণ তিনি একের পর এক এমন মানবিক কাজ করে যাচ্ছেন যে এলাকাবাসীর তথা আধিকারিকদের নজর কেড়েছেন।
এমনই আরও একটি কাজ ধরা পড়েছে আজ আমাদের ক্যামেরায়।
বোতলবাড়ি মোরে দুই প্যাসেঞ্জার নেমে হঠাৎ আনোয়ার হোসেনের কাছে আসে বলে যে তাদের ৫০০ টাকা বাস কন্টাকটার ফেরত না দিয়েই বেরিয়ে গেছে। তৎক্ষণাৎ আনোয়ার হোসেন আলতাপুর ট্রাফিক ইউনিটে ফোন করে এবং বাসটিকে দাঁড় করিয়ে ভারার টাকা কেটে বাকি টাকা দুজন পেসেনজার কে ফেরত দেয়।

তার এই উদ্যোগে একদিকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী তথা উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *