জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিনামূল্যে ভ্যাকসিন দেবার কাজ অব্যাহত।পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার মানুষ নিয়ে নিছে করোনার ডোজ।বাকি মানুষ উৎসাহিত হয়ে নিচ্ছেন ভ্যাকসিন। জেলা স্বাস্থ্যে দপ্তরের সহযোগিতায় ও পৌরসভার উদ্যোগে করোনার বারবাড়ন্তি কমাতে বিনামূল্যে কয়েক দিন থেকে শুরু হয়েছে প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ দেবার কাজ।আজ কুড়ি নম্বর ওয়ার্ডে চলছে এই ভ্যাকসিন দেবার কাজ।কয়েক শতাধিক মানুষ করোনারোধের এই ভ্যাকসিন নিতে ভিড় করেছেন।উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শুভ্রা দেব।
বিনামূল্যে ভ্যাকসিন দেবার কাজ অব্যাহত।

Leave a Reply