উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- বনদপ্তর এর রায়গঞ্জ রেঞ্জ এবং পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর উদ্যোগে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র ছাত্রীদের কে বৃক্ষরোপন এবং পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। সম্প্রতি অরণ্য সপ্তাহ 2022 উপলক্ষেই এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের রেঞ্জার বন দপ্তরের কর্মীরা এবং ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কালিচরণ সাহা মহাশয় এবং এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সদস্য রাজন শর্মা , সৈকত সাহা । স্কুলের ক্লাস শেষ হবার পর ছাত্র-ছাত্রীদের হাতে প্রায় পাঁচশ গাছের চারা গাছ তুলে দেওয়া হয় এবং তাদেরকে বাড়িতে গিয়ে গাছগুলো লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করার কথা বলা হয়। ছাত্র-ছাত্রীদের বোঝানো হয় গাছের উপকারিতা সম্বন্ধে এবং সচেতন করা হয় পরিবেশকে রক্ষা করার বিষয়ে। যারা গাছগুলো সঠিকভাবে যত্ন করে বড় করে তুলতে পারবে তাদেরকে পরের বছর পুরস্কৃত করা হবে। এই ধরণের সচেতনতা মূলক অনুষ্ঠান ও গাছের চারা বিতরণ এর কাজ আরও অন্যান্য স্কুলে করা হবে।
গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ এর সচেতনতা বিদ্যালয়ে।

Leave a Reply