কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষাক্ষেত্রে বেলাগাম নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন থেকে রাশি রাশি টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায়। সাড়ে ২৬ ঘন্টা জেরার পর তাঁকে গ্রেফতার করল ইডি। তা রাজ্য রাজনীতিতে আলাদা মাত্র যোগ করেছে। যা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছে বিরোধীরা। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএমের কোচবিহার জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অনন্ত রায় দাবী করেন, “এত বড় একটা দুর্নীতি হয়েছে, পার্থকে এখনও মন্ত্রীত্ব পদ থেকে ইস্তাফা দেওয়ান নি মুখ্যমন্ত্রী, আসলে এটা চোরেদের মন্ত্রী সভা।”
তিনি আরও বলেন, কান টানলে মাথা আসে, এত শুধু পার্থ চ্যাটার্জি নয়,গতকালকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে ৯ ঘন্টা জেরা চালায়। তিনি নাকি বাড়িতে ছিলেন না। এত গোটা মন্ত্রীসভায় মন্ত্রীদের ইডি সিবিআই যদি নিরপেক্ষ ভাবে তদন্ত করে প্রত্যেকের বাড়ি থেকে প্রচুর পরিমানে কাটমানি ও দুর্নীতির টাকা পাওয়া যাবে। এবং আয় বহির্ভূত টাকা পাওয়া যাবে। এত কোটি কোটি টাকার দুর্নীতি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তাকে এখনও মন্ত্রিত্ব থেকে ইস্তাফা দেওয়ালেন না মুখ্যমন্ত্রী। এটা আসলে চোরে মন্ত্রীসভা চলছে।
“চোরেদের মন্ত্রীসভা চলছে’’ পার্থ গ্রেপ্তারের প্রসঙ্গে কটাক্ষ প্রাক্তন বাম বিধায়ক অনন্ত রায়ের।

Leave a Reply