বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সঠিক সময়ে না আসায় একাধিক স্কুলছাত্রীকে ঢুকতে দেওয়া হল না স্কুলে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গার্ল্স স্কুলের ছাত্রীরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্রীদের অভিযোগ সঠিক সময়ে আসলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি স্কুলে। বারবার বলা সত্ত্বেও স্কুলের দরজা খুলে দেওয়া হয়নি। এমনই অভিযোগ তুলে আজ স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখাল শতাধিক স্কুল ছাত্রী। পাশাপাশি ছাত্রীদের পক্ষ থেকে ঐ রাস্তায় কোনো যানবাহন বা কোনো পথচারীকে পারাপার করতে দেওয়া হইনি। ফলে স্কুলের গেটের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দুবরাজপুর গার্ল্স স্কুলের প্রধান শিক্ষিকা চাঁপা দে জানান, আমরা বিদ্যালয়ে একটা ডিসিপ্লিন তৈরি করেছি এক সপ্তাহ আগে। প্রত্যেক ছাত্রীকে সকাল ১০.৫০ মিনিটের আগে বিদ্যালয়ে ঢুকে যেতে হবে। কিন্তু ছাত্রীরা প্রতিদিন এভাবেই দেরি করে বিদ্যালয়ে আসছে। তাই ছাত্রীরা নিয়ম না মানায় আজ সময়ে বিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ তাঁদেরকে বলে দেওয়া হয়েছে বাড়ি যেতে। অন্যদিকে বিদ্যালয়ের একাদশ শ্রেনীর সুতৃষ্ণা উপাধ্যায় নামে এক ছাত্রী জানায়, আমরা সময়ে বিদ্যালয়ে এসেছিলাম কিন্তু সময়ের আগে গেট বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি আজ আমাদের আজ প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। যদি গেট না খোলা হয় তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো না। তাছাড়াও প্রতিদিন সময়ের আগে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা তো ক্লাসই করতে পারব না। আমাদেরকে হেনস্তার শিকার হতে হচ্ছে।
বিদ্যালয়ের গেটের বাইরে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন দুবরাজপুরে।

Leave a Reply