জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার ১৫ জন করোনা আক্রান্তের খবর থাকলেও বুধবার সেই সংখ্যা ৯ জনে নেমে এসেছে, কখনো বাড়ছে আবার কখনো কমছে আক্রান্তের সংখ্যা, তবে এমন পরিস্থিতিতে ঠিক প্রথম করোনা যুদ্ধের মতোই সকল পৌর নাগরিককে সচেতন এবং করোনা বিধিনিষেধ মেনে এবারের করোনা যুদ্ধে জয়ী হবার জন্য আবেদন জানালেন জলপাইগুড়ি পৌর সভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মন্ডল।
করোনা গ্রাফ ওঠা নামা করলেও পৌর নাগরিকদের সহযোগিতায় এবার ও জয়ী হবো আমরা, জানালেন চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মন্ডল।

Leave a Reply