নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মেধা সম্পন্ন উত্তীর্ণ প্রার্থীদের বঞ্চিত করে এস এস সি, টেট ও গ্রুপ ডি পদে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে গোটা রাজ্যের সঙ্গে আজ রানাঘাটেও মিছিল সংগঠিত করল বামফ্রন্ট নদীয়া জেলা কমিটি। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই দাবিতে বুধবার মিছিলে হাঁটেন বামপন্থী নেতৃবৃন্দ। নদীয়া জেলা বামফ্রন্টের ডাকা এই প্রতিবাদী মিছিল আজ রানাঘাট জিআরপি মোড় থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মহকুমা শাসকের দপ্তরের সামনে শেষ হয়। মিছিলে পুরোভাগে ছিলেন নদীয়া জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ।
কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে গোটা রাজ্যের সঙ্গে আজ রানাঘাটেও মিছিল সংগঠিত করল বামফ্রন্ট নদীয়া জেলা কমিটি।

Leave a Reply