নিজস্ব সংবাদদাতা, মালদা:-এক ঝাঁক বাঁদরের হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ । তার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার খরসাননা এলাকায়। আহত গৃহবধুর নাম তুলো সাহা (৪৫) । এদিন সকালে ওই গৃহবধূ তার ছেলে- মেয়ের জন্য বাড়ির সামনের একটি দোকান থেকে মুখরোচক প্যাকেটজাত খাবার কিনে ফিরছিলেন । সেই সময় বাড়ির গাছে থাকা বাঁদরের দল দেখতে পেয়ে ওই গৃহবধুর কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় বাঁদরে দল হামলা চালায়। তাতেই ওই মহিলা গুরুতর জখম হন । পরে আশেপাশের লোকজন ছুট আসলে বাঁদরের দল এলাকা থেকে পালিয়ে যায়। জখম অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয়রা মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন।
এক ঝাঁক বাঁদরের হামলায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ ।

Leave a Reply