পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাঠে কাজ করার সময় বজ্রঘাতে মৃত্যু হল একই অঞ্চলের দুই ব্যক্তির, ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের চার নম্বর বাকিবাঁধ অঞ্চলের বাঁশবান্দি ও বাকিবাঁধ এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম শ্রীমন্ত দোলুই, যার বয়স আনুমানিক ৫৫ বছর, বাড়ি বাঁশবান্দি এলাকায়, অপরজনের নাম শংকর মাহাতো, যার বয়স আনুমানিক ৫৯ বছর,বাড়ি বাকিবাঁধ এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো শনিবার মাঠে কাজ করতে গিয়েছিল ওই দুই ব্যক্তি, এছাড়াও মাঠে কাজ করছিলেন অন্যান্য চাষিরা, এই দিন দুপুর নাগাদ হঠাৎ হঠাৎই বজ্রপাতে মৃত্যু হয় ওই দুজনের, এরপর স্থানীয়দের তৎপরতায় ওই দুই ব্যক্তিকে শালবনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে, খবর পেয়ে ওই দুই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ, অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই দুই পরিবারে।
শালবনী ব্লকের বাঁশবান্দি এলাকায় বজ্রাঘাতে মর্মান্তিক ভাবে মৃত্যু দুই ব্যক্তির, গভীর শোকের ছায়া এলাকা জুড়ে।

Leave a Reply