কোচবিহার, ৩১ জুলাইঃ এক গুচ্ছ দাবী নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার কৃষাণ ও খেত মজদুর ইউনিয়ান। এদিন কোচবিহার প্রাণ কেন্দ্র সাগরদিঘি সংলগ্ন কাছে মোড়ে ওই বিক্ষোভ দেখান তারা।
এদিন ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার কৃষাণ ও খেত মজদুর ইউনিয়ানের সভাপতি খোকন মিয়া, সহ সভাপতি ক্ষিতীশ চন্দ্র রায়, কোচবিহার ২ নং ব্লকের কৃষাণ ও খেত মজদুর ইউনিয়ানের সভাপতি রঞ্জিত দাস, মাথাভাঙ্গা ২ নং ব্লকের কৃষাণ ও খেত মজদুর ইউনিয়ানের সভাপতি সহিদার রহমান সহ আরও অনেকে। জানা গেছে, এদিন তৃণমূল কংগ্রেসের কৃষাণ ও খেত মজদুর ইউনিয়ান পক্ষ থেকে কোচবিহার কাচারী মোড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। সেখানে প্যাস্টিকের ক্যারিব্যাগ পুড়িয়ে পাট বাঁচাও স্লোগান দেন তারা।
তাঁদের দাবী, সারা ভারতবর্ষে যত কৃষক রয়েছে তাঁদের সমস্ত রকম কৃষি ঋণ মুকুব করতে হবে এবং ১০০ দিনের পরিবর্তে সমস্ত শ্রমজীবী এবং কৃষক পরিবারকে ৩০০ দিনের কাজ দিতে হবে। এবং কেন্দ্র সরকারকে ১০ হাজার টাকায় কুইন্টাল পাট কিনতে হবে বলে দাবী করেছেন ওই সংগঠনের সভাপতি খোকন মিয়া।
একগুচ্ছ দাবী নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাল তৃণমূলের কৃষাণ ও খেত মজদুর ইউনিয়ান।

Leave a Reply