নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে Gst লাগুর বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।

0
238

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ৫% gst লাগু করেছে কেন্দ্রীয় সরকার । নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে রয়েছে মুড়ি, চিনি, বিস্কুট, দই, সহ আরো অন্যান্য জিনিষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে Gst লাগুর বিরুদ্ধে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। এই দিন ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায় বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে মমতা মুড়ি ভান্ডার এর উদ্বোধন করলেন পাশাপাশি এলাকার মানুষ ও পথচলতি মানুষের হাতে মুড়ি ও চপ তুলে দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কুরিয়ারের মাধ্যমে পাঁচ কিলো মুড়ি পাঠান বিধায়ক ।