নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সুভাষপল্লী, কলেজপাড়া সহ বেশ কয়েকটি এলাকা জলের তলায়। এলাকার প্রতিটি বাড়িতে প্রায় হাটু জল দাঁড়িয়ে রয়েছে। অনেকের বাড়িতে শোবার ঘর, রান্না ঘরে জল ঢুকে যাওয়ায় রাত থেকে জেগে কাটাচ্ছেন বাসিন্দারা। প্রত্যেকের রান্না ঘরে জল ঢুকে পড়ায় সকাল থেকে উপোষ করে আছেন এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দা অভিযোগ করে বলেন, ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের খোজ কেউ রাখেন না। প্রতি বার বর্ষা কালে তাদের দুর্ভোগ পোহাতে হয়।
লাগাতার বৃষ্টিতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সুভাষপল্লী, কলেজপাড়া সহ বেশ কয়েকটি এলাকা জলের তলায়।

Leave a Reply