পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুই বছরের শিশু কন্যার উপর যৌন হেনস্তার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে, ঘটনায় নিন্দার ঝড় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার শান্তিপুর এলাকায়, জানা গিয়েছে অভিযুক্ত বাবার নাম শেখ জাহির হোসেন,পেশায় রাজমিস্ত্রি জাহির, ইতিমধ্যেই ওই গুণধর বাবাকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ, বিশেষ সূত্রে জানা গিয়েছে
স্ত্রী দুই কন্যাকে নিয়ে মেচেদা শান্তিপুরে ভাড়া থাকতেন জাহির, গতকাল স্ত্রী যখন জল আনতে বেরিয়েছিলেন তখন এই ঘটনা ঘটায় বলে জানা গিয়েছে, বাড়িতে ফিরে মা রক্তাক্ত অবস্থায় দেখে ওই কন্যা শিশুকে, তখন তাকে জিজ্ঞাসা করা হলে আঙুল তোলে বাবার দিকে, এতেই উত্তেজিত হয়ে পড়ে মা, অন্যদিকে এই ঘটনা জানাজানি হতে উত্তেজিত হয়ে পড়ে প্রতিবেশীরা, এরপর তাকে মারধোর করে তুলে দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশের হাতে, অন্যদিকে ওই রক্তাক্ত কন্যা শিশুকে চিকিৎসার জন্য পাঠানো হয় স্বাস্থ্যকেন্দ্রে, ঘটনায় জানাজানি হতে নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকায়।
দুই বছরের শিশু কন্যার উপর যৌন হেনস্তার অভিযোগ বাবার বিরুদ্ধে,গ্রেফতার বাবা, নিন্দার ঝড় মেচেদার শান্তিপুরে।

Leave a Reply