সুন্দরবন আদিবাসী মেয়েদের পাশে দাঁড়ালো স্বর্ণদীপ।

0
267

সুন্দরবন, নিজস্ব সংবাদদাতা:- স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট অতি পরিচিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবারের স্বর্ণদীপ এগিয়ে আসলো সুন্দরবন তারানগর আদিবাসী পাড়া ও বড় মোল্লাখালি। ব্যবস্থাপনায় সুন্দরবন স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি।
আদিবাসী নারীদের স্বাস্থ্য সচেতন নিয়ে আলোচনা ও সেনেটাইজ ন্যাপকিন ব্যবহার ও সচেতনতা বাত্রা পৌঁছে দিল ।
১৫০ টি আদিবাসী মা ও বোনেদের হাতে ন্যাপকিন তুলে দেওয়া হল তার সাথে সাথে মেডিকেল চেকআপ করানো হয়েছে প্রায় ৩০০ টি মানুষের।
স্বর্ণদীপের আর ও একটি প্রজেক্ট নতুন ভাবে চালু করল সুন্দরবনের বুকে।
প্রজেক্ট চলছে সুন্দরবন বাঘ বিধবা ভাতা ,
বৃক্ষরোপন ,স্বনির্ভর গোষ্ঠীর জন্য হাঁস মুরগি পালন,
বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প প্রকৃতি
ঐদিন উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত বাবু , বিশ্বজিৎ বাবু জয়শ্রী ম্যাডাম , ভারতীম্যাডাম
ঝর্ণা ম্যাডাম , শ্রীকান্ত বাবু
পুলকেশ, রাজু ,মিন্টু ও বনশ্রী।
স্বর্ণদীপ অসহায় মানুষের পাশে সর্বত্র বিরাজমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here